Header Ads

বাংলাদেশ এর কোন স্থানে কখন ভ্রমণে গেলে আপনার ভ্রমণটা অনেক বেশি আনন্দদায়ক হবে তা জেনে নিন


 বিশ্ব মানচিত্রে ছোট একটি দেশ হলেও বাংলাদেশে রয়েছে বেড়ানোর জায়গা প্রচুর আমাদের দেশে সারা বছরই কম বেশি বেড়ানো যায় আসুন জেনে নেই,কখন কোন স্থানে ভ্রমণে গেলে আপনার ভ্রমণটা অনেক বেশি আনন্দদায়ক হবে
বাংলাদেশ এর কোন স্থানে কখন ভ্রমণে গেলে আপনার ভ্রমণটা অনেক বেশি আনন্দদায়ক হবে-View Bangladesh

✔ চাঁদপুর – ইলিশের শহর চাঁদপুরে ঘুরতে যেতে পারেন জুলাই থেকে সেপ্টেম্বরে কারণ তখন নদীতে ইলিশ ধরা দেখতে পারবেন এবং টাটকা ইলিশ ভাজা খেতে পারবেন। তবে বছরের যে কোন সময় চাঁদপুর ঘুরতে যেতে পারেন

 সাজেক - জুলাই থেকে নভেম্বর  কারন মেঘের খেলা এই সময়ই ভালো দেখা যায় 
 সুন্দরবন - নভেম্বর থেকে ফেব্রুয়ারি
 বান্দরবন -অনেকেই জুলাই আগস্ট  যান , কিন্তু আমার হিসেবে আবহাওয়া এর কারনে নভেম্বর  যাওয়া সবচেয়ে উত্তম  কারন তাপমাত্রা সহনীয় থাকেআর ঝর্না গুলোতে তখনও পানির ভালোই স্রোত থাকে , সাথে আকাশে মেঘ পাবেন কিন্তু সেটা একেবারে শীতকালে ডিসেম্বর - জানুয়ারি তে গেলে ফ্যাকাসে পাহাড় পাবেন  আবার বর্ষাকালে গেলে পাহাড়  একটা সতেজ ভাব থাকে , কিন্তু ট্রেকিং করাটা কষ্টসাধ্য হয় 
 রাঙ্গামাটি - কাপ্তাই লেক  বর্ষাকালে গিয়ে ঘুরে এসে দেখুনউদ্ভুত সুন্দর লাগবে
 সেন্টমার্টিন - নভেম্বর থেকে মার্চ
 টেকনাফ - কক্সবাজার – সবাই শীতকালে দৌড় মারেন , কিন্তু একবার বর্ষাকালে অর্থাৎ জুলাই-আগস্ট  ঘুরে আসুন , দেখবেন অনেক ভালো লাগবে  আর আমার হিসেবে টেকনাফ বিচ বাংলাদেশ এর অন্যতম সুন্দর বিচ 
 নিঝুম দ্বীপ - মনপুরা - নভেম্বর থেকে মার্চ
 উত্তর বঙ্গ নভেম্বর থেকে ফেব্রুয়ারি
 কুয়াকাটা - আগস্ট থেকে অক্টোবর
 সন্দ্বীপ - নভেম্বর থেকে ফেব্রুয়ারি
 সিলেট - জুলাই থেকে আগস্ট ( বর্ষার সিলেট আল্লাহর অপূর্ব সৃষ্টি মনে হয় )
 সুনামগঞ্জ  অন্য হাওর এলাকা – জুলাই থেকে আগস্ট এক রকম সুন্দর , ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আরেক রকম সুন্দর ( অতিথি পাখিদের জন্যে )
 শ্রীমঙ্গল জুলাই থেকে ফেব্রুয়ারি যেই সময়  যাবেন না কেন ভালো লাগবে 
 নেত্রকোনা ( বিরিশিরি )আগস্ট থেকে নভেম্বর
 বরিশাল - পিরোজপুর - ঝালকাঠি - ব্যাক ওয়াটার ক্যানেল - জুলাই থেকে আগস্ট
 এছাড়া বাংলাদেশ এর পশ্চিমাঞ্চল
অর্থাৎ - ফরিদপুর , কুষ্টিয়া , মেহেরপুরনড়াইল - যশোর , ঝিনাইদাহ , চুয়াডাঙ্গা এসব অঞ্চলে গেলে
শরৎকালে অর্থাৎ আগস্ট থেকে শুরু করে শীতকাল পর্যন্ত যেতে পারেন  কিন্তু শরৎকাল উত্তম 
আর ঢাকার আশে পাশে ভ্রমণ এর জন্য আমার কাছে শরৎকাল আর হেমন্তকাল উত্তম মনে হয় 
সময় বুঝে ভ্রমণ করলে আপনার ভ্রমণ আরো মানানসই হবে এটা আপনি এসব সময়ে গেলেই বুঝতে পারবেন 

আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক- View Bangladesh

No comments

Powered by Blogger.