Header Ads

অপরূপ লালঘাট ঝর্ণাধারা, সুনামগঞ্জ


তাহিরপুর সীমান্তের মেঘালয় পাহাড় থেকে প্রবাহিতলালঘাট পাহাড়ী ঝর্ণা’’ পর্যটনের অপরূপ সৌন্দর্য্যময় সম্পদ প্রকৃতি প্রেমী পর্যটকদের দেখার মতো আকর্ষণীয় স্থান এটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আঁধার সুনামগঞ্জ পাহাড়, নদী হাওর বিস্তৃত এই জেলাটি প্রকৃতি প্রেমীদের মনে সদা আনন্দের দোলা দেয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতেই বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে এই তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম সম্প্রতি যোগ হয়েছে সেটি হচ্ছে লালঘাট ঝর্ণাধারা এখানে দূর থেকে মেঘালয় পাহাড়ের হাতছানি যেকোন মানুষকে মুগ্ধ করবে মন ভরে দেখতে পাবেন সম্মুখে দাঁড়িয়ে থাকা সুবিশাল সবুজের রাজত্ব
লালঘাট ঝর্ণাধারা, সুনামগঞ্জ-View Bangladesh

তাহিরপুরের সীমান্ত সংলগ্ন মেঘালয় পাহাড় হতে উৎপন্ন লালঘাট ঝর্ণাটি।  সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে তাহিরপুর উপজেলা সদর। উপজেলা সদর হতে নৌ পথে ১৫ কিলোমিটার এবং সড়কপথে ২২ কিলোমিটার পথে পাড়ি দিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে সীমান্তবর্তী স্থানে ঝর্ণাটি অবস্থিত। এর পাশেই রয়েছে লালঘাট উপজাতি পল্লী। উপজাতি পল্লীটিও দেখতে চমৎকার। উপজাতি গ্রামটির চারপাশে রয়েছে বিভিন্ন গাছপালা  এবং ফুলের বাগান। চারপাশে সবুজের অনিন্দ্য সৌন্দর্যের সমারোহ। এখানে হাজং সম্প্রদায়ের ৩০-৩৫ টি পরিবারের বসবাস। এছাড়া আশপাশে শতাধিক বাঙালী পরিবারও রয়েছে। গ্রামের পাশে দাঁড়িয়ে দেখা যাবে ভারতীয় সীমানায় থাকা চুনাপাথরের বড় পাহাড়
সবুজের পাহাড়ের বুক চিরে নেমে আসা পাহাড়ি ঝিরি বেয়ে স্বচ্ছ জলের লালঘাট ঝর্ণাধারা। এখানে ঝিরি পথ ধরে নেমে আসা স্বচ্ছ জল লাল ইটের ধাপ গড়িয়ে কলকলিয়ে নেমে যায়। ঝর্ণাটি বাংলাদেশ ভারত সীমান্তের জিরো পয়েন্টে অবস্থিত। তাই এখানে দায়িত্বরত বিজিবিকে অবহিত করে বাংলাদেশ সীমানায় দাঁড়িয়ে ঝর্ণাটি উপভোগ করতে পারেন। তবে ভারতীয় সীমান্তে যেনো পা না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে

তাহিরপুরের দর্শনীয় স্থান সমূহ
টাঙ্গুয়ার হাওর
শহীদ সিরাজি লেক
যাদুকাটা নদী
লাকমা পাহাড়ি ছড়া
বড়ছড়ার ভাঙ্গারঘাট চুনাপাথর কোয়ারী
বড়ছড়াচারাগাঁওবাগলী স্থল শুল্ক ষ্টেশন
বারেকটিলা
শিমুল বাগান
শ্রী অদ্বৈত আচার্য প্রভুর রাজারগাঁওর আখড়া বাড়ি পণতীর্থ ধাম
গড়কাটি ইসকন মন্দির
কড়ইগড়া রাজাই উপজাতি পল্লী
হযরত শাহ আরেফিন (রহ.)’ আস্তানা

সর্তকতা
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বললেন, লালঘাট ঝর্ণাধারা দেখতে খুব সুন্দর দৃষ্টিনন্দন এটির অবস্থান ভারত- বাংলাদেশ জিরো পয়েন্টে থাকায় সীমান্তের দায়িত্বপুর্ণ চারাগাঁও বিওপির বিজিবিকে অবহিত করে বাংলাদেশ সীমানায় অবস্থান করে যে কোন দর্শনার্থী সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন তবে, সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই কেউ যেন ভারতীয় সীমানায় অনুপ্রবেশ না করেন

কিভাবে যাবেন
প্রথমে আপনাকে যেতে হবে সুনামগঞ্জ জেলা শহরে। ঢাকা থেকে সড়ক পথে সুনামগঞ্জ যাওয়া যায়। সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এনা পরিবহন, মামুন পরিবহনের নন এসি বাস যায় সুনামগঞ্জ ভাড়া এসি ৫শথেকে সাড়ে ৫শটাকাটেকেরঘাট থেকে মাত্র কিলোমিটার পথ পশ্চিমে এগিয়ে গেলেই দেখতে পাবেন লালঘাট উপজাতি পল্লীর  লালঘাট ঝর্ণা ধারা। এখানে টেকের ঘাটের পরিত্যক্ত চুনা পাথর খনি, লাকমা ছড়া দেখতে এসে একই সাথে লালঘাট ঝর্ণাটিও দেখে যেতে পারেন। টেকের ঘাটে এসে বাইক পাবেন ঘুরার জন্য

কোথায় থাকবেন
বড়ছড়া বাজারে রেস্ট হাউজ আছে ২০০-৪০০ টাকায় থাকা যায়। বারেক টিলা পাড় হয়েই বড়ছড়া বাজার। চাইলে টেকেরঘাট থেকে হেটেও আসতে পারবেন বড়ছড়া বাজারে। এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনা পাথরের কারখানা আছে তার গেস্ট হাউজে থাকতে পারবেন যদি খালি থাকে
আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক- View Bangladesh

No comments

Powered by Blogger.