শহীদ হাদিস পার্ক, খুলনা
শহীদ হাদিস পার্ক বাংলাদেশের খুলনা জেলার খুলনা শহরের বাবুখান রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি পার্ক যা ১৮৮৪ সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ ‘খুলনা মিউনিসিপ্যাল পার্ক’ নামে প্রতিষ্ঠা করে। পরে ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশ গুলিতে নিহত শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয়। শহীদ হাদিস পার্কে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে।
শহীদ হাদিস পার্ক, খুলনা view Bangladesh |
পৌরসভা কর্তৃপক্ষ ‘খুলনা মিউনিসিপ্যাল পার্ক’ নামে এই পার্ক প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালের ১৬ জুন এই পার্কে মহাত্মা গান্ধী বক্তব্য রাখেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে পার্কের নামকরণ করা হয় গান্ধী পার্ক। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় জিন্নাহ পার্ক। এর পর এর নামকরণ হয় খুলনা মিউনিসিপ্যাল পার্ক। সর্বশেষ ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারী পার্কের নামকরণ করা হয় শহীদ হাদিস পার্ক।
শহীদ হাদিস পার্কে ঢাকার
কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে
নতুন শহীদ মিনার তৈরি
করা হয়েছে।
পার্কের ঠিক সাথেই সাদা
রঙের নগর ভবন। বাধাই
করা বিশাল এক লেক।
এর চারপাশ দিয়ে ঘুরা
যায়। ঠিক লেকের উপরে
একটা শহীদ মিনার। তার
পাশে বিশাল পানির ফোয়ারা।
বেশ কিছু দূরে একটা
ওয়াচ টাওয়ার।এর উপরে উঠলে পুরো
পার্ক এক নজরে দেখা
যায়।
খুলনা ঘুরতে গেলে এই
পার্কে এক চক্কর দেওয়াটা
একদমই মিস করা উচিত
হবে না।
শহীদ হাদিস পার্ক যেভাবে যাবেন
ঢাকার সায়দাবাদ, মহাখালী এবং গাবতলী বাস
টার্মিনাল হতে বিভিন্ন মানের
বাসে চড়ে খুলনা যেতে
পারবেন। খুলনা শহরে এসে
রিক্সা কিংবা ব্যাটারি চালিত
অটোরিক্সা দিয়ে সহজে হাদিস
পার্কে আসতে পারবেন।
ট্রেনে খুলনা যেতে
ঢাকা থেকে সুন্দরবন ও
চিত্রা এক্সপ্রেস নামে দুটি ট্রেন
যথাক্রমে ভোর ৬ টা
২০ এবং সন্ধ্যা ৭
টায় খুলনার উদ্দেশ্যে যাত্রা
করে। সুন্দরবন এক্সপ্রেস বুধবার এবং চিত্রা
এক্সপ্রেস ট্রেনটি সোমবার যাত্রা বিরতিতে
থাকে। ট্রেনগুলিতে চড়তে জনপ্রতি টিকেটের
মূল্য শোভন চেয়ার ৫০৫
ও স্নিগ্ধা এসি ৮৪০ টাকা
এবং টিকেটের মূল্যের সাথে ১৫% ভ্যাট
প্রযোজ্য।
ঢাকা থেকে খুলনা এর
উদ্দেশ্যে সপ্তাহে শুধুমাত্র বুধবার সন্ধ্যা ৬
টা ৩০ মিনিটে পি
এস মাহসুদ বা অস্ট্রিচ
লঞ্চ ছাড়ে।
কোথায় থাকবেন
খুলনা শহরে থাকার জন্য
বিভিন্ন মানের আবাসিক হোটেল
রয়েছে। এগুলোর মধ্যে টাইগার
গার্ডেন, হোটেল রয়েল, ক্যাসল
সালাম, ওয়েস্টার্ন ইন, হোটেল হলিডে
ইন্টারন্যাশনাল এবং হোটেল মিলেনিয়াম
অন্যতম।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন:
হোটেল টাইগার গার্ডেন: 88041721108
হোটেল ক্যাসেল সালাম: 01711-397607, 88041720160,
88041730725
হোটেল রয়েল ইন্টারন্যাশনাল: 01718-679900
কোথায় খাবেন
খুলনা শহরে সাধারণ মানের
খাবার হোটেল থেকে শুরু
করে উচ্চবিত্তদের জন্যও আধুনিক মানের
রেস্টুরেন্ট রয়েছে। একটু খোঁজখবর
করে আপনার পছন্দের যেকোন
হোটেলে খাবার খেতে পারবেন।
✺ আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক- ✺ View Bangladesh
No comments