অষ্টগ্রাম হাওড়, কিশোরগঞ্জ
চারপাশে
পানিদ্বারা পরিবেষ্টিত একটি বিশাল জলাভূমি হল অষ্টগ্রাম হাওড় যেখানে দ্বীপের মত কয়েকটি গ্রাম রয়েছে। এখানে আসলে কিছু মাছ ধরার নৌকা এবং হাওড়ে অবস্থিত গ্রামগুলোই আপনার চোখে পরবে। বর্ষাকাল এখানে বেড়াতে আসার সবচেয়ে ভাল সময়।
অষ্টগ্রাম হাওড়, কিশোরগঞ্জ view Bangladesh |
অষ্টগ্রাম হাওর কিশোরগঞ্জ জেলার
অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত।
বর্ষাকালে অষ্টগ্রাম হাওর (Astagram
Haor) এ নৌকা ভাসালে মনে
হয় অকুল দরিয়া পার
হতে যাচ্ছে। কুল নাই কিনার
নাই শুধু অশান্ত ঊর্মিমালা
উঠানামা করছে বিরামহীন ভাবে।
সকালে যখন রক্তলাল সূর্যের
উদয় ঘটে তখন মনে
হয় ঢেউয়ের ছন্দ দোলায়
রক্তিম সূর্য একবার পানির
নিচে ডুবছে আবার ভেসে
উঠছে। অতি প্রত্যুষে দিগন্ত
বিস্তৃত নিস্তব্ধ জলরাশি ভেদ করে
চারিদিকে অয়াবীর ছড়িয়ে সূর্য
যখন স্বেচ্ছায় তার তেজ সংবরন
করে পুর্বদিক থেকে একটি বড়
লাল গোলাকৃতি বলের মত লাফিয়ে
লাফিয়ে উঠতে থাকে তখন
সে দৃশ্য বড়ই চিত্তাকর্ষক।
নৌকাবাইচ
কিশোরগঞ্জের (Kishoreganj) নিকলীতে
ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচকে কেন্দ্র
করে উপজেলা সদরসহ পুরো
হাওরবাসীর মাঝে থাকে ঊৎসবের
আমেজ। ছন্দের তালে তালে
মাঝিদের দাড় বেয়ে নৌকা
এগিয়ে নেয়ার দৃশ্য উপভোগ
করে শিশু, নারী-পুরুষসহ
বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক
লাখ মানুষ। নিকলী ও
আশপাশের বেশ কয়েকটি উপজেলাসহ
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা
বিপুলসংখ্যক লোকজন নৌকাবাইচ প্রতিযোগিতা
দেখতে বেড়িবাঁধ সংলগ্ন সোয়াইজনী নদীর
পাড়ে এসে ভিড় জমায়।
(Austagram)
সবচে ভালো হলো ট্রেনে
যাওয়া। প্রতিদিন সকাল ৭ টায়
এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) ছাড়ে
কিশোরগন্জের উদ্দ্যেশ্যে। এতে উঠে কুলিয়ারচর
নেমে পড়ুন। ভাড়া ১২০
টাকা। এছাড়া গুলিস্তান ফুলবাড়িয়া
থেকে বিআরটিসি বাসে করেও কুলিয়ারচর
যাওয়া যায়। ভাড়া ২০০
টাকা। যারা ভৈরব হয়ে
যেতে চান তারা ভৈরব
নেমে সিএনজিতে করে কুলিয়ারচর যাবেন।
শেয়ারে ভাড়া নেবে জনপ্রতি
৪০ টাকা।
কুলিয়ারচর নেমে একটা রিক্সা
নিয়ে চলে যান লঞ্চঘাট।
এখান থেকে প্রতিদিন সকাল
৬ টা, ৮ টা,
৯ টা, ১১ টা
এমনি করে ৩ টা
পর্যন্ত লঞ্চ ছেড়ে যায়
অষ্টগ্রাম। ভাড়া ১০০ টাকা।
সময় লাগবে সাড়ে ৩
ঘন্টা।
আসার সময় বাজিতপুর হয়ে
আসতে পারেন। বিআরটিসির এসি
বাস পাবেন সারাদিন। ভাড়া
১৮০ টাকা।
কোথায় খাবেন
খেতে
পারেন
হাওরের
তাজা
মাছ।
নিজেরা
রান্না
করতে
চাইলে
সকাল
সকাল
স্থানীয়
বাজার
থেকে
কিনে
নিয়ে
রান্না
করতে
পারেন।
স্থানীয়
হোটেলেও
মাছের
বিভিন্ন
পদের
তরকারি
পাওয়া
যায়।
সদ্য
হাওর
থেকে
ধরে
আনা
বাহারি
মাছ
খেতে
ভুলবেন
না।
অষ্টগ্রামে
বাংলাদেশের
সবচেয়ে
সেরা
পনির
পাওয়া
যায়
তবে
এর
জন্য
আপনাকে
এক
দিন
আগে
স্থানীয়
পনীর
বিক্রেতাদের
পরিমাণ
জানাতে
হবে।
সেই
সাথে
অষ্টগ্রামের
বিখ্যাত
৭
ইঞ্চি
লম্বা
মুরালির
স্বাদ
নিয়ে
দেখতে
পারেন।
সতর্কতা
ক্যাম্পিং করার ক্ষেত্রে অষ্টগ্রামের
মূল ভূখণ্ড অর্থাৎ অষ্টগ্রাম
বাজারের কাছাকাছি থাকার চেষ্টা করুন।
১৫ বা এর বেশী
মানুষ গেলে হয়তো স্থানীয়
থানায় ওসির কাছে রিপোর্ট
করতে হতে পারে, নিরাপত্তার
স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য
করুন। যদি নৌকায় সারা
রাত পার করার ইচ্ছা
থাকে তবে যথাযম্ভব কাছাকাছি
থাকার চেষ্টা করুন, স্থানীয়
কেউ সাথে থাকলে ভাল
হয়।
✺ আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক- ✺ View Bangladesh
No comments